সচিব হলেন কানাডাস্থ হাই কমিশনার ড. খলিল

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:

অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড. খলিলুর রহমান। গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।
ওটোয়াস্থ দূতাবাসে যোগদানের আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্ব পালন করেন ড. খলিলুর রহমান। এছাড়াও দীর্ঘ সময় কাজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায়।

শিক্ষাজীবনে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ড. খলিলুর রহমান। পরবর্তীতে প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন। নয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।