
খোকসা থেকে আব্দুল লতিফ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার খোকসার উপজেলার শোমসপুর ইউপি থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী সাবেক ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের খোকসা উপজেলা শাখার সদস্য সিরাজুল ইসলাম মুকুল। তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়া মুকুল খোকসার রাজনীতিতে যথেষ্ট সক্রিয়। খোকসা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আখতারের সক্রিয় কর্মী হিসেবে তিনি নানামুখী সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা দলীয় মনোনয়ন পেলে মুকুল বিপুল ভোটে বিজয়ী হবেন।
এলাকাবাসীর প্রত্যাশা পূরণে মুকুল নিজেকে নিবেদিত করেছেন এমনটাই জানান কামাল আহমেদ নামের একজন স্থানীয় বয়োবৃদ্ধ ব্যক্তি। তিনি এ প্রতিবেদককে বলেন রাজনৈতিক কর্মী হিসেবে সিরাজুল ইসলাম মুকুল বেশ কর্মঠ। আমরা তার জন্য দোয়া করি।
একনজরে সিরাজুল ইসলাম মুকুল : সিরাজুল ইসলাম মুকুল ১৯৭৮ সালে ১৫ অক্টোবর শোমসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মহিউদ্দিন আহম্মেদ এবং মাতা মৃত আকলিমা খাতুন। তিনি ছাত্রলীগের সাধারণ সদস্য দিয়ে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে পিরোজপুর সোহরাওয়ার্দী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের দপ্তর সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক পরিষদ খোকসা উপজেলা শাখার কার্যকরি সদস্য, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খোকসা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, খোকসার ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, খোকসার চরহরিপুরের হুসনুল উলুম আলিম সিনিয়র মাদরাসার সাবেক সভাপতি, শোমসপুর এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ে কার্যকরী সদস্য, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক গভর্নরবডি সদস্য, খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের সাবেক গভর্নর বডি সদস্য, খোকসার মহিষাখোলা নিশ্চিন্তবাড়ীয় এতিমখানা ও লিল্লাহ বোডিং-এর উপদেষ্টা, কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ার লালন একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খোকসার রেন্ট-এ কার ও সিএনজি (তারিশা পরিবহন)এর সত্বাধিকারী এবং শোমসপুর ডেইরি ফার্মের সত্বাধিকারী।
এছাড়া সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত তিনি। সমাজকর্মী হিসেবে এলাকায় ব্যাপক সুনাম রয়েছে সিরাজুল ইসলাম মুকুলের।
বিজনেস ফাইল প্রতিনিধিকে সিরাজুল ইসলাম মুকুল বলেন, দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি শোমসপুর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ। শোমসপুর ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়নে পরিণত করতে চাই, সেইসাথে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নিজেকে এগিয়ে নিতে চাই। আমার বিশ্বাস জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, জেলার সম্মানিত নেতৃবৃন্দ, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ আমার দলীয় মনোনয়নের বিষয়টি দেখভাল করবেন। আমি সকলের নিকট দোয়া প্রার্থী।