ঢাকা   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন: জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, আগস্ট ১৮, ২০২৪
  • 66 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছে ভাগলপুরে জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ আল্পনা আক্তার। স্বেচ্ছাচারিতাসহ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে জহুরুল ইসলাম নার্সিং কলেজের শত শত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কমপ্লেক্স প্রদক্ষিণ করে নার্সিং ইন্সটিটিউটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ইন্সটিটিউটে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং সেনা ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আজ বিকাল চারটার দিকে অধ্যক্ষ আল্পনা আক্তার পদত্যাগের ঘোষণা দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, কলেজের বর্তমান অধ্যক্ষ আল্পনা আক্তার শিক্ষার্থীদের উপর মানসিক নির্যাতন চালায়। বিভিন্ন রকম দুর্নীতি করেন অত্র কলেজে। অযথা শিক্ষার্থীদের কাছ থেকে সোফা, আইফোন, অধ্যক্ষের জন্মদিনে ডায়মন্ড আংটি, দামী শাড়ি নিয়েছেন। কোনো ব্যাচের স্টুডেন্টরা এগুলো দিতে অনিচ্ছা প্রকাশ করলে তাদেরকে দীর্ঘদিন নানান কায়দায় একি বিভাগে আটকিয়ে রাখতেন। এছাড়াও মানসিক নির্যাতন করতেন। একই সাথে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত। হাসপাতালেও তিনি তার নিজের পছন্দমতো নার্স নিয়োগ দেয়। আবার মন চাইলে ২ দিন পরে আবার রিজাইন দিয়ে দেয়।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক কলেজের ডিএমসি নার্সিং পঞ্চম বর্ষের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের শেষ নেই। এতদিন আমাদের ভয় দেখিয়ে চুপ রাখা হয়েছিল। অধ্যক্ষ আল্পনা আক্তার পদত্যাগ করায় স্বস্তি প্রকাশ করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
অভিযুক্ত জহুরুল ইসলাম নার্সিং কলেজ অধ্যক্ষ আল্পনা আক্তার বলেন, ‘আমি পরিস্থিতির শিকার। উপহার নিয়েছি সত্য তবে জোর করে নয়। শিক্ষার্থীরা স্বেচ্ছায় দিয়েছে। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সত্য নয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০