
বিনোদন ডেস্ক
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সবসময়ই খোলামেলা বক্তব্যের জন্য আলোচনায় থাকেন। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে অকপট মন্তব্য করাতেই তাঁর এই ‘ঠোঁটকাটা’ পরিচিতি। দুই দশকেরও বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকেই জীবনের কেন্দ্র করে আছেন তিনি।
একা থাকার এই দীর্ঘ সময়কে ঘিরে বহুবার গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন অভিনেতার সঙ্গে তাঁর সম্ভাব্য সম্পর্ক নিয়ে। তবে শ্রীলেখা কখনো কারও সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। রোববার নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী জানালেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্কও গড়ে তুলতে পারছেন না। তাঁর কথায়, ‘লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।’
গত বছর এক সাক্ষাৎকারেও বিয়ের প্রসঙ্গে একই সুরে কথা বলেছিলেন শ্রীলেখা। দ্বিতীয় বিয়ের পরিকল্পনা নেই জানিয়ে বলেছিলেন, ‘না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে—হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজের জীবনটা নিজের মতো করে চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।’
জীবনযাপনের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে কেউ নাক ডাকছে— এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুর নিয়ে আমার বরং ভালোই লাগে। ওদের সঙ্গে রাজার মতো থাকি। পাশে আরেকজনকে নিয়ে শোয়ার ইচ্ছেও নেই।’
অভিনয়ের পাশাপাশি পরিচালনার দিকটাতেও নিজেকে যুক্ত করেছেন তিনি। ‘এবং ছাদ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে সেই যাত্রা শ্রীলেখার।
আপনার মতামত লিখুন :