ঢাকা   ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
অমর একুশে বই মেলায় পাঠকের নজর কেড়েছে আবদুল মাজেদের ‘পঞ্চভূত’ বিতর্কিত নির্বাচনের সহযোগী ১০৩ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার সমাজসেবার আওয়ামী প্রেতাত্মা ওয়ারেছ আলী’র ভয়ংকর মিশন! ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে প্রবাসীর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল দৃষ্টিনন্দন মসজিদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, মে ১২, ২০২৪
  • 211 শেয়ার

আবির হোসেন সজল
কানাডায় পাড়ি জমানো শেখ রুস্তম আলী নামের এক প্রবাসীর সহযোগিতায় প্রায় পাঁচ কোটি ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি গত (শুক্রবার ১২ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া এলাকায় ওসমান জামে মসজিদ কমপ্লেক্স ও মাদরাসাতুল মানারাহ মাদ্রাসার উদ্বোধন করেন। এসময় আশপাশের গ্রাম থেকে শতশত মুসল্লী মসজিদে এসে জু’মার নামাজ আদায় করেন।

দৃষ্টিনন্দন এই মসজিদে প্রায় ১৫ শতাধিক মুসল্লী ও মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। মসজিদের মাঝে একটি বড় গম্বুজ স্থাপন করা হয়েছে। পুরো মসজিদের ডিজাইন ও ফ্রন্ট ভিউ কানাডার মসজিদের আদলে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে বিশাল আকারে মোট ৯টি কাতারে মানুষ নামাজ আদায় করতে পারবে। উদ্বোধন অনুষ্ঠানে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জমায়তে আহলে হাসীসে সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহিদুল্যাহ খান মাদানী।

মসজিদ নির্মাণের বিষয় জানতে চাইলে কানাডা প্রবাসী শেখ রুস্তম আলী বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি মসজিদ নির্মাণ করার। আল্লাহর রহমতে। সেই স্বপ্ন পূরণ হয়েছে আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন।”

উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি বলেন, “সবাই বিদেশে গিয়ে দেশের কথা ভুলে যায় কিন্তু কানাডা প্রবাসী রুস্তম আলী আমাদের এলাকার কথা চিন্তা করে নিজ উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ তার পরিবারকে বেহেস্তবাসী করুক।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০