ঢাকা   ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন রাষ্ট্রীয় ব্যাংকে নিয়োগপ্রাপ্ত এমডি/ডিএমডিদের কমার্স ব্যাকগ্রাউন্ড নেই! প্রকৃত ব্যাংকারদের মাঝে ক্ষোভ বাংলাদেশ পাইপ ও টিউবওয়েল এসোসিয়েশন: নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতেই এসোসিয়েশন চালাবো : সোলাইমান পারসী ফয়সাল দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪) শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা চুনারুঘাটে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা, হামলার অভিযোগ কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম’র ২০২৫-২০২৭ কমিটি গঠন সবার স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল বলেই একটি ভালো নির্বাচন হয়েছে : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সম্মিলিত পরিষদ নির্বাচিত হলে ভ্যাট সমস্যার সমাধান নিশ্চিত করব : সাক্ষাৎকারে ব্যবসায়ী নেতা রবিউল হক বাদশা দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪)

রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীর কাছে মুক্তিপণ দাবি: ১১ দিনেও গ্রেপ্তার হয়নি সন্ত্রাসীরা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
  • 155 শেয়ার
ব্যবসায়ী ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু

নরসিংদী প্রতিনিধি
রাস্তায় বেরিকেট সৃষ্টি করে একটি প্রাইভেটকারের মালিক ব্যবসায়ী ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু (৭০) কে জিম্মী করে চোখ বেধে ও ব্যাপক মারধোর করে এক কোটি টাকা মুক্তিপন আদায়ের দাবিদারদের ঘটনার ১১ দিন পরও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। নরসিংদী শহরের নিজ বাড়ী থেকে তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে গত ৪ অক্টোবর বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার দগরিয়া নামকস্থানে পৌছলে পিছন দিক থেকে চারটি মোটরসাইকেলে ৮ জন আরোহী প্রাইভেটকারের সামনে গিয়ে গাড়ীটি আটকায়। এসময় গাড়ীর ড্রাইভার গাড়ীটি দাঁড় করার সাথে সাথে অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা গাড়ীর দরজা খুলতে ড্রাইভারকে বাধ্য করে। দরজা খোলার পর সন্ত্রাসীরা গাড়ীর পিছনে দুই জন এবং সামনে সিটে একজন বসে। এর মধ্যে পিছনের দুই জন গাড়ীতে থাকা আলী আহমেদ দুলুর চোখ বেধে ফেলে এবং এক কোটি টাকা মুক্তিপন দাবী করে। এসময় তার সাথে থাকা জমির দলিলাদি, প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র, জমির নকশা, বিল্ডিং এর নকশা, তিনটি ব্যংকের চেক বই এবং ৪ থেকে ৫টি খালি চেকের পাতায় স্বাক্ষর এবং ১০০ টাকার ননজুডিশিয়াল ৩টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৬/৭ ঘন্টা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরা ঘুরি করে রাত অনুমান ১১টার দিকে তাকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা নামক স্থানে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে সন্ত্রাসীরা সদর্পে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাবার সময় তাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, এব্যাপারে কোনো বাড়াবাড়ি বা থানা পুলিশের সাহায্য নিলে তোকে, তোর ছেলে এবং তর ম্যানেজারসহ গোটা পরিবারকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবো। আলী আহমদ দুলু বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আলী আহমেদ দুলুর পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানায় মামলা করার জন্য গেলে পুলিশ প্রথমে মামলা নিতে নানা তালবাহানা করে। অবশেষে ঘটনার ৮ দিন পর গত ১২ অক্টোবর নরসিংদী থানা পুলিশ মামলা নিতে বাধ্য হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আঃ গাফফার জানান, মামলার প্রধান আসামী গাড়ীর ড্রাইভার হাসানকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০