ঢাকা   ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

রাজারবাগে দু-দফায় ৩৫০ জন সহকর্মীর উপস্থিতিতে ব্রিফিং করেন ডিসি মইনুল হাসান

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, মে ৩১, ২০২৪
  • 133 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
মতিঝিল ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দু’দফায় অত্র বিভাগের ৩৫০ জন সহকর্মীর উপস্থিতিতে ব্রিফিং করেন । রাজারবাগ পুলিশ লাইন-এর উত্তর গ্যালারীতে এদিন দুপুর দেড়টা ও বিকেল ৩টায় ব্রিফিং করেন তিনি।
জানা যায়, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত থেকে উন্নততর করতে এবং ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, বিপিএম (বার),পিপিএম (বার) বার-এর ২৩ দফা শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্য উক্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রথম দফায় যারা ডিউটিতে নিয়োজিত ছিলেন তাদেরকে ডিউটি শেষে বিকেল ৩টায় এবং ২য় দফায় যারা ডিউটিতে নিয়োজিত হবেন তাদেরকে দুপুর দেড়টায় রাজারবাগে অবস্থিত উত্তর গ্যালারীতে ব্রিফিং প্রদান করা হয়।
প্রথম দফায় সকল পুলিশ পরিদর্শক (শওযা) ও এসিগণ উপস্থিত ছিলেন। ট্রাফিক প্রেশার বিবেচনায় রেখে দ্বিতীয় দফায় পুলিশ পরিদর্শকগণকে রাখা হয়নি। একদিনে একসাথে এতসংখ্যক সহকর্মীকে এমনভাবে ব্রিফিং প্রদান করা হয় যাতে দায়িত্ব ও কর্তব্যে কোন নেতিবাচক প্রভাব না পড়ে। সময় বিভাজনকে তাই বর্ণিত উপায়ে সুবিন্যস্ত করা হয়।

ব্রিফিং বক্তব্যে ডিসি মনইল হাসান বলেন, ইন্টারসেকশন ম্যানেজমেন্ট, সড়কের ডিসিপ্লিন, রাস্তা হকারমুক্ত, ট্রাফিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, ইউনিফর্ম রুলস, শতভাগ পেশাদারিত্ব ও কর্তব্য নিষ্ঠায় জিরো টলারেন্স, আচরন ও ব্যবহারবিধি, স্টেকহোল্ডারদের সাথে সমন্বয়, শপিংমল কেন্দ্রিক করণীয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচল, অপরাধ বিভাগের সাথে সমন্বয়, রেইনকোর্ট-সোল্ডার লাইট-হেলার-পিএ সিস্টেমের প্রয়োগ, বাসষ্টপেজ ব্যবস্থাপনা, লেফট লেইন সচল, অন্যান্য বাহিনীর সাথে সুসমন্বয় স্থাপন এবং সর্বোপরি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিভাবক শ্রদ্ধেয় কমিশনার মহোদয়ের মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়।

এছাড়া ডিসি মইনুল হাসান বলেন, অত্র বিভাগের সকল সদস্যগণ সম্মানিত নগরবাসীর স্বস্তি প্রদানে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সমুন্নত রাখার জন্য আলোচিত বিষয়গুলো সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে পালনে দিনরাত পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০