ঢাকা   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
  • 26 শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া যোগদান করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নবনিযুক্ত প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যোগদান করেন।পরে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হলেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। সকলের সম্মিলিত প্রয়াসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
পরবর্তীতে বেলা ১১.০০টায় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহিদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিড ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টরিয়াল বডি’র সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০