যুক্তরাষ্ট্রের তিনটি স্পাতে বন্দুক হামলায় নিহত ৮

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আটলান্টার চেরোকি কাউন্টি স্পাসহ একই সড়কে অবস্থিত আরও দুটি স্পাতে অতর্কিত বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪ জন পূর্ব এশিয়ান বংশোভূত।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই তিন হামলার ঘটনায় কোনরকম সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ‘পিয়েডমন্ট কাউন্টির স্পাতে ডাকাতির খবর পেয়ে সেখানে যাওয়ার পর তিনজনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে তদন্তের সময় ওই সড়কেই আরেকটি গোলাগুলির খবর পায় পুলিশ। সেখানেও আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।’