যশোর সংবাদদাতা:
চেক জালিয়াতির মাধ্যমে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রবিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে যশোর শিক্ষা বোর্ডে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
দুদক সূত্রে জানা যায়, এদিন সকালে যশোর শিক্ষা বোর্ডের সচিব এএমএইচ আলী আর রেজা লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয় এই বিষয়ে তদন্তের অনুমোদন করলে অভিযান শুরু করে জেলা সমন্বিত দুদক দল।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার নয়টি চেক ইস্যু করে। এই নয়টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে এক কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকা এবং শাহীলাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ ওঠেছে।
গত বৃহস্পতিবার দুর্নীতির বিষয়টি প্রকাশ পায়। সরকারি অফিস বন্ধ থাকার কারণে ব্যবস্থা নিতে পারেননি বলে জানান যশোর শিক্ষা বোর্ডের সচিব এএমএইচ আলী আর রেজা। তাই রবিবার সকালেই এই বিষয়ে অভিযোগ করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে।
দুদক কর্মকর্তাদের কাছে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন জানান, ঘটনা জানাজানির পর থেকেই হিসাব সহকারী আব্দুস সালাম অফিসে অনুপস্থিত রয়েছেন। তবে ওই হিসাব সহকারী তাদের সঙ্গে ঘটনা নিষ্পত্তির জন্য যোগাযোগ করছেন বলেও দাবি করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।