বিজনেস ফাইল ডেস্ক :
অদম্য মেধাবী শিক্ষার্থী মো. মিজানুর রহমানের পাশে দাঁড়িয়েছেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
দারিদ্র্যের কষাঘাতের মাঝেও অধ্যয়নে গৌরবোজ্জ্বল সফলতা অর্জন করে মেডিকেল কলেজে ভর্তি হওয়া মিজানুরের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন সোনালী ব্যাংকের এমডি।
বৃহস্পতিবার (২০ মে) সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড এমডির পক্ষে অনুদানের অর্থ মিজানুর রহমানের হাতে তুলে দেন কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডিজিএম ফরিদ আহমেদ ও লালমনিরহাট শাখার ম্যানেজার মো. আব্দুল লতিফ সরকার।
চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর জন্য সোনালী ব্যাংক এমডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজানুর রহমান।