ঢাকা   ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নির্মল বার্তা
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ২৩, ২০২০
  • 247 শেয়ার
জার্নালিস্ট
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী

মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার দৈনিক বাংলার ডাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি এম এ ক্দ্দুুস বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে । তিনি আরো বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালন কালে নিজ সুরক্ষার বিষয়টি খেয়াল রাখতে হবে ।

সংগঠনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক মো: মফিজুর রহমান খাঁন বাবু, বাংলার ডাকের সম্পাদক মো: মনোয়ার হোসেন সিদ্দিকী, হাফসা কোম্পানির চেয়ারম্যান ইঞ্জি: নুরে আলম সরকার , স্টারলেট কোম্পানির চেয়ারম্যান মহসিন আলম।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম ও সংগঠনের সহ-সভাপতি সোহেল রানা ,যুগ্ন-সম্পাদক মনসুর আহমেদ। অনুষ্প্রঠানের প্রথমেই কোরআন তেলোয়াত এরপর সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, সদস্য রেজাউল করিম ও মনির উদ্দিন অপুর মৃত্যুতে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাব- এডিটর কাউন্সিলের যুগ্ন-সম্পাদক জওহর ইকবাল।

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন সভাপতি বাদল চৌধুরী ও নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অমিতাভ রহমান, সাইদুল ইসলাম, জাফরুল আলম, নুরে আলম শেখ, নির্মল কুমার বর্মন, সৈয়দ আলাদ্দিন, আনিসুল ইসলাম, রাহাদ হুসাইন, রিপন হাওলাদার, নুর আলমসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা । অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন – সম্পাদক আব্দুল খালেক লাভলু।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০