
————–
কবি এড. আব্দুল হাকিম মিঞা:
আমরা মানুষ-মানুষই নহি মানবিক স্বত্ত্বা নাই বলে
মানুষই যদি হবো-এত বৈষম্য কেন হৃদয়ের মাঝে
কূ-রিপুকে তাড়াও সবাই মানব স্বত্ত্বা আসবে ফিরে
মাঝি যদি অদক্ষ হয়-নৌকা যাবেই অন্যায়ের পথে
গন্তব্যে যেতে বৈঠা ধরতে হবে-কঠিন শক্ত হৃদয়ে
পবিত্র ভাবনা মানব হৃদয়ে আঁলোর জ্যোতি আনে।
দেখ গগনে-বিনা কাষ্ঠে কিভাবে প্রখর সূর্য্য জ্বলছে
নারিকেলে স্বচ্ছল পানি-জমায়েত হয় কেমন করে
একই মৃত্তিকার ফলে ভিন্ন ভিন্ন স্বাদ দেখি উহাতে
খোদা শুভ শক্তি দিয়েছেন-আমাদের হৃদয় গভীরে
পক্ষপাতিত্ব-হীনতায় আমরা অযথাই ভুগছি সকলে
মানুষ গোলাম হয়েছে আজিকে আমিত্বের নিকটে।
আজি হৃদয় দূষণ সকল মানবে-বিশ্ব চলে ঘূর্ণিপাকে
মূর্খ কৃপণ আমরা-কেন ভালো মন্দ বুঝিনা জীবনে
একটু স্বার্থতেই উল্টে যায়-চলি সু্যোগ সন্ধ্যানেতে
আমিত্বকে কেন শাসন করিনা-আঁটকে ধরি তাঁহারে
রাষ্ট্র-সমাজ আজিকে কলুষিত কূ-স্বত্ত্বা এর পিছনে
মানুষের অস্তিত্ব কেবলি রক্ষিত-মানুষ নাম টুকুতে।
মানুষ মহত্বে জ্বলন্ত প্রদ্বীপ-হাজারো গুণেতে মেশা
ধূর্ত আমিত্ব বিপথে টানেন-যেই মানব দূর্বল চেতা
আপন হৃদয়েতে বাস করেও-কেবলি করে শত্রুতা
মানুষ পবিত্র সত্ত্বা কু-রিপু ধোকায় ফেলছে সর্বদা
ওরে বিশ্বাস ঘাতক স্বত্ত্বা-কিজন্য মনিবভক্ত হলিনা
তোকে মানুষ করতে কঠোর লাগাম ধরবো আমরা।
আমিত্বকে জয় করলেই-প্রকৃত মানুষ হওয়া যায়
কিভাবে বারি বিশাল অগ্নি কাণ্ডকে নিভিয়ে দেয়
আগুনের তাপ আবার বারিতে এসেই রক্ষিত হয়
গভীর ধ্যান-চেতনা মানুষকে খোদার সন্ধ্যান দেয়
কু-স্বত্ত্বা মানব ধ্বংসকারী-জীবনে অশান্তি বাড়ায়
এজন্য খোদা চিন্তা হৃদয়ে অনড়-দৃঢ় রাখতে হয়।
আমরা শ্রেষ্ঠজাতি-আমিত্বকে আনতে হবে সুপথে
চালবাজ মানবের চরিত্রে-নীতি আদর্শ নাহি পাবে
জীবন পরীক্ষায় উত্তীর্ণ যাহারা-তাঁদেরে লও সাথে
সবাই যদি দুষ্ট-নীতিহীন হই-সমাজ চলবে কেমনে
পবিত্র-শুভস্বত্ত্বা যাদের উনারাই উত্তম সমাজেতে
শুধু নিজেকে নয় অন্যকেও ভাব-তবেই মানু্ষ হবে।