ঢাকা   ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ধর্ষণ’ নিয়ে বক্তব্যের জন্য অবশেষে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ এফবিসিসিআইয়ের সাধারণ ভোটাররা চাইলে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত আছি আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কৃষি সেক্টর ফ্যাসিস্টের দোসরমুক্ত করে উন্নয়ন অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন কুমারখালী উপজেলা সমিতির ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব রাজশাহীতে পূত্র বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার হাসপাতালের কৃত্তিম বুদ্ধিমত্তার প্রভাব; চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫)

মানিকগঞ্জে ইসলামী কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
  • 66 শেয়ার

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জের দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ আয়োজিত “দিঘী ইউনিয়ন ইসলামি কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫”-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভাটবাউর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ অধ্যাপক এবিএম সিরাজুল মামুন এবং সভাপতিত্ব করেন মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে সালামন্তে ছিলেন দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মুফতি জাহিদুর রহমান।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন মোঃ বজলুর রহমানের মেয়ে মাহফুজা আক্তার । দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ তানভীর খান এবং তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মিলন হোসেন এছাড়া ২৫ জনসহ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয় ।
এছাড়াও, অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন দাবানল শিল্পী গোষ্ঠী।

প্রধান আলোচক শায়েখ অধ্যাপক এবিএম সিরাজুল মামুন বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানের সভাপতি মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “ইসলাম জ্ঞানার্জনের উপর গুরুত্ব দিয়েছে। আমাদের উচিত বেশি বেশি জ্ঞান অর্জন করা।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী মুরাদ হুসাইন, মুফতি শেখ মাহবুবুর রহমান, মাওলানা মুহসিনুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাবের আল সাফা, মুফতি মোঃ আশরাফ আলী, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ, মুফতি মোঃ মুজিবুর রহমান সহ আরও অনেকে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা মোঃ আশিকুর রহমান সানোয়ার ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০