বিজনেস ফাইল ডেস্ক
মাদার তেরেসা স্মারক সম্মাননা-২০২৪ পেলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বিশিষ্ট কবি, কথা সাহিত্যিক ও ব্যাংকার পবিত্র কুমার মন্ডল।
গত ১০ মার্চ বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেট মিলনায়তনে বাংলাদেশ মানবধিকার কল্যাণ সোসাইটির উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গীতি কবি সেলিনা আক্তার।
অনুষ্ঠান শেষে বরেণ্য ও কৃতি ব্যক্তিদের হাতে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড সম্মাননা তুলে দেন প্রধান অতিথি আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক ব্যাংকার পবিত্র কুমার মন্ডলকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে বিভিন্ন সংগঠন তাকে সাহিত্যে অবদান রাখার জন্য পুরস্কৃত করেছেন।