ঢাকা   ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মমতাকে শাড়ি-মিষ্টি উপহার শেখ হাসিনার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ১৯, ২০২০
  • 20 শেয়ার
মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুর্গাপুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রের খবর, দুর্গাপুজোর উপহার হিসেবে মমতাকে শাড়ি, ফুল ও মিষ্টি পাঠিয়েছেন হাসিনা। জানা গিয়েছে, ৪টি শাড়ি ও ১০ কেজি মিষ্টি পাঠিয়েছেন তিনি। বাংলাদেশের হাই কমিশনার মারফত সেই উপহার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে এমনই খবর।

মমতা ও হাসিনার মধ্যে এই উপহার-রেওয়াজ অবশ্য নতুন নয়। আগেও তাঁরা বিভিন্ন উপলক্ষ্যে পরস্পরকে উপহার পাঠিয়েছেন। ভারত সফরে এলেই মমতার সঙ্গে দেখা করেন হাসিনা। মমতাও বাংলাদেশে গিয়ে হাসিনার বাড়ি গিয়েছেন।

এ কথা ঠিক, ভারত ও বাংলাদেশের মধ্যে জলবণ্টন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তবে ইদানীং তা অনেকটাই কমেছে। দুই বাংলার মধ্যে বাণিজ্যিক সম্পর্কও আগের চেয়ে মজবুত হয়েছে।

=জি নিউজ=

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০
Develoved by Bongshai IT