মঙ্গলবার ঢাবির খ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

বিজনেস ফাইল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (০২ নভেম্বর) প্রকাশ করা হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.du.ac.bd থেকে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।