
ভোলা প্রতিনিধি
গতকাল শুক্রবার (৩১ মার্চ) ভোলার দৌলত খা উপজেলায় পূর্বনলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজনেস কমিশন কাউন্সিল ও বোপমার উদ্যোগে এক সয়াবিন উৎপাদন এবং প্রসেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস কমিশন কাউন্সিল মিনিস্ট্রি অফ কমার্স-এর পরিচালক গাজী মোহাম্মদ আনিসুর রহমান খান ।
বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাহাদ ভূঁইয়া (অফিসার বাণিজ্য মন্ত্রণালয়), নিখাদ অর্গানিক এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. হাসান আহমেদ মেহেদী।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাসেল আহমেদ, উপকৃত কর্মকর্তা, দৌলত খা, ভোলা। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি।
অনুষ্ঠানে বক্তারা সয়াবিন উৎপাদন প্রসেসিং ও বাজার বিষয় খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। সয়াবিন প্রসেসিং, সয়াবিন স্বাস্থ্যের জন্য কি কি উপকারে আসে, সয়াবিন খেলে কোন কোন রোগের জন্য মেডিসিন খেতে হয় না ইত্যাদি বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।