ঢাকা   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪
  • 103 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
দেশের বর্তমান সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাওয়ের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ছিলেন ব্যবসায়ী সমাজে ব্যানারে এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করে ফরেন চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান। বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনে ৫০০ এর অধিক ব্যবসায়ী নেতা অংশ নেন। এফবিসিসিআই সাবেক সভাপতি, সহ-সভাপতি, বিভিন্ন এসোসিয়েশনের সভঅপতি, প্রতিনিধি, চেম্বার সভাপতি/প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আব্দুল আওয়াল মিন্টু সূচনা বক্তব্য রাখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অর্জনকে গুরুত্ব দিয়ে বক্তব্য নেতৃবৃন্দ। আবু সাঈদসহ আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


নেতৃবৃন্দরা বলেন বর্তমান এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ভেঙে রিফর্ম বা নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন প্রতিটি পদে। বাংলাদেশের বৃহৎ অর্থনীতির জন্য যোগ্য এবং প্রতিনিধিত্বশীল এফবিসিসিআই প্রয়োজন।
কেউ কেউ বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। কেউ বলেন এফবিসিসিআই হতে হবে রাজনীতিমুক্ত। আবার অনেকে বলেন, রাজনীতি ছাড়া সবকিছুই অচল। অনুষ্ঠানে বর্তমান পরিচালনা পরিষদের পরিচালক হাবিব উল্লাহ ডনের বক্তব্যের সময় অডিয়েন্স থেকে হৈ চৈ শুরু হয়।
ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, সরকারি স্থাপনা ধ্বংস, মানুষ হত্যাকে তীব্র নিন্দা জানিয়ে সাবেক এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন আমরা এ কোন সমাজে বাস করছি। দ্রুত প্রধান উপদেষ্টার নজরে আনতে হবে আমাদের গার্মেন্টসের সমস্যা। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. জসীম উদ্দিন, মীর নাসির, মো. জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বর্তমান সভাপতি মাহবুব আলম সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী, বর্তমান অধিকাংশ পরিচালক উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, মো. কামাল উদ্দিন আহমেদ, আবুল কাশেম হায়দার প্রমুখ।


অন্যান্যদের মধ্যে ইসহাকুল হোসাইন সুইট, আমজাদ হোসেন, মো. বজলুর রহমান, হাফেজ হারুন, মনিরুল ইসলাম ভিপি, নিয়াজ আলী চিশতী, আলাউদ্দিন মালিক, মনিরুল ইসলাম, আবু মোতালেব, আসলাম আলী, নিমাজ উদ্দিন রাজেশ, দৈনিক বিজনেস ফাইল উপদেষ্টা ট্রফি ইসলাম, তানভীর আহমেদ দিপু, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা এফবিসিসিআই থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে না দেওয়ায় একজন সভাপতিকে ধিক্কার জানানো হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০