বিজনেস ফাইল ডেস্ক
গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৪, ঢাকা রিপোর্টারর্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তন বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন এবং সংস্কার আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসতিয়াক আহম্মেদ, মাসুদুর রহমান, পলক প্রমুখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন, ইসতিয়াক আহম্মেদ। তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টার নিকট নিম্নলিখিত দাবিগুলো পেশ করেন। দফা সমূহ- ২০২২ সালের অনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের বিলুপ্তি অবিলম্বে ঘোষনা করতে হবে। তরুন নেতৃত্বের সম্বন্বয়ে একটি এড হক কমিটি গঠন করে গঠনতন্ত্র যুগোপযুগী এবং আধুনিকায়ন করে সকলের অংশগ্রহনে ফেডারেশনের নির্বাচন নিশ্চিত করতে হবে। ভুয়া কাউন্সিলর, ভুয়া ক্লাব চিহ্নিত করে সঠিক কাউন্সিলর এবং ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ধারী খেলোয়াড়, কর্মচারী, কর্মকর্তাদের অপসারন করে স্বচছ এবং বৈষম্যের শিকার মেধাবী ব্যক্তিবর্গের অংশগ্রহনে বক্সিং ফেডারেশনের কার্যক্রম পুর্নবহাল করতে হবে। বিভিন্ন সময়ে একই প্রবীণ ব্যক্তিগন ফেডারেশনের গুরুত্বপূর্ন দায়িত্বে এসে বক্সিংয়ের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করেছে বিধায় কার্যনির্বাহী পরিষদে তরুন নেতৃত্ব নিশ্চিত করতে হবে। ২০১৮ থেকে অদ্যবধি পর্যন্ত সকল কার্যক্রমের অডিট নিরপেক্ষভাবে পেশ করতে হবে। বাহিনী নির্ভর বক্সিং ধারনা থেকে বের হয়ে সিভিল পর্যায়ে জাতীয় এবং আর্ন্তজাতিক মানের খেলোয়াড় নিশ্চিতকরনে তৃনমূল বক্সিং কোচ/সংগঠক/বক্সারদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ফেডারেশনে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক চর্চার পরিবেশ সৃষ্টি এবং স্বতন্ত্র আর্থিক কমিটি গঠন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে যে সার্চ কমিটি গঠন করা হয়েছে এই সার্চ কমিটির সাথে বক্সিং ফেডারেশনের কিছু চিহ্নিত বিগত সরকারের সময় বিভিন্ন সরকারি লোকজনের মদতপুষ্ঠ লোকের আনাগোনা দেখা যাচ্ছে সুতরাং সার্চ কমিটির প্রতি অনুরোধ থাকবে আপনারা বক্সিং ফেডারেশনে যে কোন সিদ্ধান্তে আসার আগে আমাদের টেবিলে আসার সুযোগ দিন আমাদের কথা আপনারা শুনুন। যদি আপনারা একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন এবং সংস্কারের আন্দোলন আরো জোরদার করতে বাধ্য হব, কোন অবস্থাতেই আমরা বিগত সরকারের মদদপুষ্ট লোকজনের এবং এই ফেডারেশনের যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এমন কোন লোকজন দ্বারা আমরা আমাদের বক্সিং ফেডারেশন পরিচালিত হতে দেবো না।