বিজনেস ফাইল প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত গিয়াস উদ্দিন ও জীবন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে জীবনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে ও গিয়াস উদ্দিনের বাড়ি বাজিতপুর পৌর শহরের আলিয়াবাদে।
গত বুধবার (১৪ আগস্ট) তাদের দেখতে ঢামেকে যান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। এ সময় জনাব হুদা আহতদের ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর তাগিদ দেন। জনাব হুদা আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন আহতদের চিকিৎসায় রাষ্ট্র সর্বোচ্চ ভূমিকা পালন করবে এবং পাশাপাশি আহতদের পরিবারের সাথে থাকবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।
কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলিস্তানে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে গুরুতর আহত হন জীবন। আর বাজিতপুরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হন গিয়াস উদ্দিন।