ঢাকা   ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৪, ২০২০
  • 119 শেয়ার
কাদির শেখ
কাদির শেখ

ধর্ষণের মামলা গ্রহণের ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে আটকে করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ সদরের পূর্ব শীলমন্দী থেকে আটক করা হয় অভিযুক্ত ধর্ষক কাদির শেখকে (৩৮)।

পুলিশ জানায়, কাদির সদর উপজেলার পূর্ব শীলমন্দী গ্রামের একটি খাল দিয়ে নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে ওই গ্রামের মৃত আমিন শেখের ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মামলার একমাত্র আসামি কাদির শেখকে গ্রেফতার করা হয়। সে নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় সদর থানা পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

ওসি আনিচুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় নামাজের জন্য ওযু করতে নিজ বাসা থেকে বাহির হয় ৭২ বছরের এক বৃদ্ধা। এসময় প্রতিবেশী কাদির শেখ ওই বৃদ্ধার মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শনিবার (৩ অক্টোবর) বিকেলে থানায় এসে বৃদ্ধা নিজে বাদী হয়েই একজনকে আসামি করে সন্ধ্যায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০