
বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ) ‘র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো “সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা,গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ব্যতিক্রমধর্মী ও জমজমাট আয়োজনে এ আয়োজনে বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ আজীবন সম্মাননা দেয়া হয় বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগমকে। চলচ্চিত্র, টিভি ও ওটিটি মাধ্যমে তুমুল জনপ্রিয়তার কারণে ‘মোস্ট পপুলার এক্টর-এর সম্মাননা পান মোশাররফ করিম ও মোস্ট পপুলার এক্ট্রেস পুরস্কার অর্জন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর এ্যান্ড কম্পোজারের অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিন্স মাহমুদ।

রঙ্গিলা কিতাব ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পরীমণি, জিন-৩ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান আবদুন নূর সজল, একই ছবির জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান দিলশাদ নাহার কনা, শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন। এডভেঞ্চার অব সুন্দরবন ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান আবু রায়হান জুয়েল।

স্যালুট নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান রাশেদ সীমান্ত, খোয়াবনামা নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা, ক্রিটিকস অর্জন করেন তৌসিফ মাহবুব। সাদী মুবারক নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান রোবেনা রেজা জুঁই, ওটিটি বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান (পেট কাটা ষ-২) কাজী নাওশাবা আহমেদ ।

শ্রেষ্ঠ পরিচালক হন রাইসুল তমাল (নাটক : শ্যাওলা ফুল), শ্রেষ্ঠ পরিচালক, ক্রিটিকস্ পুরস্কার পান অনন্য ইমন (নাটক : অভাব), সেরা গানের অনুষ্ঠান বৈশাখীর গোল্ডেন সংয়ের জন্য প্রযোজক লিটু সোলায়মান। নৃত্যশিল্পীর পুরস্কার পান মো. মোফাসসাল আল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন। শ্রেষ্ঠ গায়ক, ক্রিটিকস্ (আধুনিক) পুরস্কার পান ফাহিম ইসলাম। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা শামীম জামান, লুমিনো পিকচার্সের স্বত্বাধিকারি রাকিবুল হাসান তানভীর, মডেল নওরিন, শাখাওয়াত হোসেন শুভ, রোস্তম মল্লিক ও ডালিম রহমান ।

বিসিআরএ’র ৩০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমনকে সম্মাননা প্রদান করা হয়। কবিতা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সম্মাননা পান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন ও কবি রাজু আলীম। বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, সঙ্গীতশিল্পী সায়েরা রেজা, ধ্রুব গুহ, আসিফ ইকবাল আহমেদ ।

এছাড়াও যাদেরকে বিশেষ সম্মাননা দেয়া হয় তারা হলেন, সিনিয়র সচিব মো. নেয়ামত উল্লাহ, এটিএন বাংলার নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন, এফবিসিসিআই নেতা মীর নিজামউদ্দিন আহমেদ ও খন্দকার রুহুল আমিন, কর্নেল (অবঃ) মো. আরিফুর রেজা, সঙ্গীতশিল্পী জেমস সুমন, নারী উদ্যোক্তা শারমীন হোসেন, মঞ্চ ও টিভি অভিনয়ে মো. এরশাদ হাসান। বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পান বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, মাসুম অপু, মোস্তফা মতিহার, মাহমুদ মানজুর, জনি হক, অনিন্দ্য মামুন, মো. জাহিদুল ইসলাম। বিসিআরএ সংগঠক মেহেদী আজাদ মাসুম ও হালিম মোহাম্মদ।

সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠান উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন।

বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি(বাচসাস)’র সাবেক সভাপতি রাজু আলীম, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারি সানাউল হক বাবুল সিআইপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক দুলাল খান ও সহসাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব পান্থ আফজাল। জুরি বোর্ডে ছিলেন সুমন মোস্তফা (চেয়ারম্যান), পান্থ আফজাল (সদস্য সচিব),অন্য সদস্যরা হলেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, বখতিয়ার জন ও শিব শংকর মোদক।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছিলেন অচিন্ত্য চয়ন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু সরকার । উপস্থিত দর্শকদের পিন পতন নীরবতায় রাত ১১.৩০ মিনিট অবধি চলে এ অনুষ্ঠান। যেন শেষ হয়েও হইলো না শেষ। অতিথি,পারফরমার,দর্শক, আয়োজক সবার চোখেই আনন্দের অনুভূতি। সংস্কৃতি অঙ্গন সুস্থ ধারায় ফিরে আসুক এমন আশায় এ যেন পরম স্বস্তির এক পশলা বৃষ্টি।

হল থেকে বের হয়ে অনেকের মুখেই শোনা যায় এ রাত যদি না শেষ হতো, তবে কেমন হতো বলতো।
আপনার মতামত লিখুন :