বিখ্যাত সিনেমা হলটি এখন খাবারের হোটেল

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

বিনোদন ডেস্ক :
ভালো নেই দেশের সিনেমা। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। যার ফলে চরম সংকটে পড়েছে সিনেমার ব্যবসা। হুমকির মুখে আজ চলচ্চিত্র শিল্প। প্রায় প্রতি বছরেই দেখা যায় ১০-২০টি করে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে।

তার কোনোটি হচ্ছে শপিং মল। কোনোটি আকাশ ছোঁয়া বাসভবন। এবার জানা গেল একটি সিনেমা হল খাবারের হোটেল হয়ে গেছে।

দিনাজপুর জেলার পার্বতীপুরের বৃহৎ সিনেমা হল হিসেবে বিখ্যাত ছিলো উত্তরা টকিজ। এটিই ছিলো জেলার সর্বশেষ হল। সেটিও বন্ধ হয়ে যায় ২০১৯ সালে। এরপর সেটি একেবারের ভেঙে ফেলা হয়।

তবে মেশিনঘরটি এখনো অক্ষত রয়েছে। অক্ষত রয়েছে নিচতলার প্রবেশদ্বার ও টিকিট কাউন্টার। আর সামনের এই অংশটিই এখন খাবারের হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিনেমা হলের নাম অনুসারে এর নামও দেওয়া হয়েছে উত্তরা হোটেল।

খোঁজ নিয়ে জানা গেল, মূল মালিকের কাছ থেকে একজন নারী জায়গাটি ভাড়া নিয়ে রেস্তোরাঁটি চালাচ্ছেন।

১৯৮৫ সালে পার্বতীপুর পৌর শহরের নতুন বাজারে যৌথ মালিকানায় নির্মাণ করা হয় উত্তরা টকিজ নামে এই সিনেমা হলটি। একসময় সিনেমা হলটি ছবি প্রদর্শনে জৌলুস ছড়াত শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত। পার্শ্ববর্তী বদরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলা থেকেও ছবি উপভোগের জন্য দর্শকের সমাগম ঘটত হলটিতে।

এই সিনেমা হলকে কেন্দ্র করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তা তৈরি হয়েছিলো একটি। সেটি এখনো সিনেমা রোড নামে পরিচিত। রোড থাকলেও সেই সিনেমা হলটি এখন খাবারের হোটেল। একসময় যেখানে টিকিট কেটে মানুষ লাইনে দাঁড়াতেন সিনেমা দেখার জন্য সেখানে এখন ক্ষুধার্থ মানুষের লাইন খাবারের জন্য!

জেলার সিনেমাপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা বিষয়টিকে বেশ বেদনাদায়ক হিসেবেই দেখছেন।