ঢাকা   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফেতে নারী ফুটবলারদের দাবি এক দফা, ছেলেদের সাত দফা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, আগস্ট ১৮, ২০২৪
  • 27 শেয়ার

স্পোর্টস রিপোর্টার
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর এখন পুরো দেশে চলছে সংস্কারের কাজ। যেখানে বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। বিসিবি থেকে শুরু করে বাফুফে। সবখানে পড়েছে এর রেশ। দেশের ক্রীড়াঙ্গন ক্ষমতাসীনদের দখলে থাকা ক্রীড়াঙ্গনের অনিয়ম ও দুর্নীতির কথা কেউ সামনে না আনলেও সরকার পতনের পর আস্তে আস্তে সেসব কিছু সামনে আনতে শুরু করেছে সবাই। সেই সঙ্গে এসব অনিয়মের সঙ্গে জড়িত সবার পদত্যাগ দাবি করেন তারা।

গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে ব্যানার হাতে অবস্থান নেন দেশের ফুটবলের বর্তমান ও সাবেক নারী ফুটবলাররা। তাদের হাতে ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল ‘এক দফা এক দাবি- সালাহউদ্দিন, কিরণের পদত্যাগ।’ এই আন্দোলনে নারী ফুটবলারদের নেতৃত্ব দেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা। এসময় দেশের নারী ফুটবলের নানা অনিয়মের কথা সমানে এনে ডানা বলেন, ‘সালাহউদ্দিন ও কিরণের নির্দেশেই ফেডারেশন পরিচালিত হয়। এখানে অন্যদের মতামতের মূল্য নেই। তারাই সর্বেসর্বা।’

এছাড়াও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহাফুজা আক্তার কিরণের কথা উল্লেখ করে ডানা বলেন, ‘খেলোয়াড়েরা প্রতিবাদ ও সমালোচনা করলেই বাদ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের খাবার নিয়ে অভিযোগ ছিল অনেক। তিনি (কিরণ) যখন প্রথম স্টেডিয়ামে আসেন তখন রিকশায় এসেছিলেন, এখন দামি গাড়িতে আসছেন। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা পরিবর্তন হতে পারে। তার যতটা উন্নয়ন হয়েছে, ফুটবল ও ফুটবলারদের কি হয়েছে।’

তবে টানা বেশ কয়েক দিন আন্দোলন চলার পরও পদত্যাগ করতে অস্বীকার করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পদত্যাগ করবেন না তিনি। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি। তার পথেই হাঁটছেন কিরণও। তবে তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

অন্যদিকে দেশের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন ২০২৪-২৫ মৌসুমের দলবদলসহ নানা বিষয় নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। যার কারণে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দেশের ফুটবলের দলবদলের সময় বাড়িয়ে দিয়েছে। তবে ইতিমধ্যে দেশের দুই শীর্ষ ফুটবল ক্লাব শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র নতুন মৌসুমে অংশ নিবে না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও ফকিরের পুল ইয়াংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের অংশগ্রহণ নিয়েও রয়েছে শঙ্কা।

কয়েক দিন আগে চট্টগ্রাম আবাহনীও প্রিমিয়ার লিগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এমন কিছু হলে আর্থিক সংকটে পড়বে দেশের অনেক পেশাদার ফুটবলার। যার কারণে গতকাল শনিবার সাত দফা দাবি নিয়ে বাফুফে ভবনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। তারা জানান, কর্মসূচির এখানেই শেষ নয়। আজ ও বৃহস্পতিবার নতুন কর্মসূচি নিয়ে বাফুফে ভবনে জড়ো হবেন তারা। তাদের সঙ্গে একাত্মতা জানাতে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররা থাকবেন বলেও নিশ্চিত করেছেন মানববন্ধনে অংশ নিতে আসা ফুটবলাররা।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০