বাজিতপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার মাঝি হতে চান কামাল খান

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

বাজিতপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বাজিতপুর উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক ও বাজিতপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল খান।
ছাত্রজীবন থেকেই রাজনৈতিক অঙ্গণে বিচরন কামাল খানের। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশই যার রাজনীতির মূল পাথেয়।
বাজিতপুর উপজেলার অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সুখে দুঃখে বিপদ-আপদে যিনি সবসময় পাশে থেকে তাদের পরিপূরক হন, জনগণের সমস্যা নিরসনে যিনি অক্লান্ত পরিশ্রম করে থাকেন।
তার সমর্থকরা মনে করেন বাজিতপুর উপজেলাকে একটি মডেল উপজেলা করার জন্য সাবেক ছাত্রনেতা কামাল খানের বিকল্প নেই।


এ ব্যাপারে কামাল খান বলেন, যোগ্যতা ও জনপ্রিয়তা যদি দলীয় প্রার্থী বাছাইয়ের মানদন্ড হয় তাহলে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবো ইনশাল্লাহ।
তিনি বলেন জাতির পিতার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাবো অমৃত্যু।
পাশাপাশি জনমানুষের নেতা বাজিতপুর-নিকলীর সংসদ সদস্য জনাব মো. আফজাল হোসেন ও বাজিতপুর পৌরসভার মেয়র আশরাফ হোসেনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো। তিনি বলেন, আমি উপজেলাবাসীকে বলতে চাই চেয়ারম্যান নই, আমি আপনাদের সেবক হতে চাই।
এদিকে আসন্ন বাজিতপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামাল খান মটর সাইকেল শোডাউন করেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) মটর শোভাযাত্রা বাজিতপুর পৌরশহর ও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থকরা কামাল খানের পক্ষে শ্লোগান দেন। পরে তিনি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। গণসংযোগে তার সাথে উপজেলা ও পৌর আ’লীগ, অঙ্গসহযোগী সংগঠন ও তার কর্মী সমর্থকরা অংশ নেন।
তিনি বলেন আমি নির্বাচিত হলে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো জনগণের মাঝে বিলিয়ে দিব। আর সন্ত্রাস চাঁদাবাজি, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকনির্মূল, যৌতুক দেওয়া নেওয়া বিরোধী অভিযানসহ সকল সামাজিক অনাচারের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন বাজিতপুর উপজেলাবাসী আমাকে সুযোগ দিলে আমি আমার সর্বাত্বক সামর্থ্য ও শক্তি দিয়ে তাদের জীবন-মান উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ৮ মে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম এর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।