ঢাকা   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চার মাস বেতন বন্ধ কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩২২ সিএইচসিপির বাজিতপুর জেলার দাবিতে আইআইবিএইচবি’র আলোচনা সভা ২০১৮ সালেই এমজেএফ সম্মাননা গ্রহণ করেন লায়ন খান আকতারুজ্জামান শেরপুরে ‘স্মরণকালের’ ভয়াবহ বন্যায় দুই শতাধিক গ্রাম প্লাবিত, মৃত্যু বেড়ে ৭ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন আজকের পর্ব (৭): ‌ক্ষণিকের জীবন লালমনিরহাটে কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও করে ভয় দেখিয়ে ফের ধর্ষণ, গ্রেফতার ৬ দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (রোববার, ০৬ অক্টোবর ২০২৪) বিজিএমইএ’র মতবিনিময় সভা আজ সন্ধ্যায় কোটায় নিয়োগ পেতে এলজিইডিতে পাঁয়তারা চলছে : মন্ত্রণালয়

বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪
  • 94 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক কাজল, ভাইস-চেয়ারম্যান মো. মাসুদ মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টার রাজধানীর সেগুনবাগিচায় রমনা ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলাম।
বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ শেষ তাদের অভিনন্দন জানান।
এ সময় তিনি বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। পরিষদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে যার যার দ্বায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অনেক। নিজেরা স্বচ্ছ থাকলে অন্যকে স্বচ্ছ রাখার নির্দেশ দিতে পারবেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক কাজল পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৬৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে কাসেদ মাস্টার পেয়েছেন ১৫ হাজার ৩৬২ ভোট। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪২ ভোট, তার নিকটতম প্রার্থী আরিফা হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট। ভাইস-চেয়ারম্যান দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০