বাজিতপুরে সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের মধ্যদিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।


দোয়া মাহফিলে বাজিতপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহারিয়ার রহমান শামীম, ছাত্রনেতা আশিক, ইমন, জাহিদসহ উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।