বাজিতপুরে শ্যুটারগানসহ যুবক আটক

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

মোহাম্মদ শরিফ উদ্দীন শুভ্র:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকা হতে অস্ত্রসহ আজম খাঁন পাবেল (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং দুটি সিমসহ একটি মোবাইল জব্দ করা হয়েছে।
আজ সোমবার (০১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পাবেল বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাগপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। কোম্পানি অধিনায়ক এম শোভন খান জানান, বাজিতপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় আটক ব্যক্তি দিনে-দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে হয়রানি করার বিষয়ে জানতে পারি। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গত রাতে বাজিতপুরের ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আজম খাঁন পাবেল দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভার বিস্তারের কথা স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।