
বাজিতপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান উজ্জ্বলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আজ বুধবার (৭ এপ্রিল) বাজিতপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ডালহৌসী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল রহমান, উপজেলা বিএনপির অন্যতম নেতা মাহবুবুর রহমান রুবেল, পৌর বিএনপি নেতা আওয়াল কুফিয়া আকিক, উপজেলা যুবদলের আহবায়ক এম আবুল খায়ের, যুগ্ম আহবায়ক রানা শিকদার, রফিকুল ইসলাম, সোহেল মাহমুদ ও আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রনি ভূইয়া এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার রহমান শামীমসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর সাত্তার।
উল্লেখ্য, মাহমুদুর রহমান উজ্জ্বল বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মো. মজিবুর রহমানের মঞ্জুর বড় ছেলে। তিনি গত বছরের ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।