ঢাকা   ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিকলীতে বিএনপির কাউন্সিল: বিতর্কিত আর প্রবাসে অবস্থানকারীও ভাগিয়ে নিচ্ছে পদ, জেলাজুড়ে তোলপাড় রাষ্ট্রপতির সাথে সাংবাদিক নেতা আজাহার আলী সরকারের সাক্ষাৎ মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩ মতিন খানকে এফবিসিসিআই পরিচালক পদে দেখতে চায় পুরান ঢাকাবাসী খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সফরসঙ্গী হচ্ছেন যারা দুদকের ৩ মামলা: ছাগলকাণ্ডের মতিউরের আরো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির নারায়ণগঞ্জে চারতলা বাড়ি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫)

বাংলাদেশ পাইপ ও টিউবওয়েল এসোসিয়েশন: নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতেই এসোসিয়েশন চালাবো : সোলাইমান পারসী ফয়সাল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
  • 20 শেয়ার

হিল্লোল কল্লোল
আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সমমনা পরিষদের প্যানেল লিডার সোলায়মান পারসী ফয়সাল। ছোটবেলা থেকেই অনেক সাহস আর ধৈর্য নিয়ে তিনি আজকের অবস্থানে এসে পৌঁছেছেন । দৈনিক বিজনেস ফাইলকে তিনি বলেন আগামী নির্বাচনে এ সংগঠন থেকে সভাপতি নির্বাচিত হলে আমি নিজেকে একজন সেবক হিসেবে ভাববো। সংগঠনের সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকবো।
আমার প্যানেলে ব্যবসায়ী নেতা মতিন খান বিগত দিনে সংগঠনের সভাপতি পদে নেতৃত্ব দিয়েছেন। সভাপতি হিসেবে তার দক্ষতাও সদস্যরা দেখেছেন। এ সংগঠনে আমি ২০১৪ সালে সাধারণ সম্পাদক ছিলাম। ১৯৯৭-৯৯ এবং ২০০১ ২০০৩ সালে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছি। এ সংগঠনের প্রতিটি সদস্য আমাকে ভীষণ ভালোবাসেন। ভোটার ২৫২৩জন। আমার বিশ্বাস আমাদের প্যানেল কে অধিকাংশ ভোটার ভোট দেবেন। নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতেই এসোসিয়েশন চালাবো। কারণ এ সংগঠনে কেউ আমার ভাই,কেউ আমার শ্রদ্ধাভাজন, আবার কেউ আমার স্নেহ ভাজন। ভেদাভেদ-মতভেদ পেছনে ফেলে আমরা সকলকে নিয়ে এগিয়ে যাবো । কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমি এ সংগঠনের একজন পুরনো মানুষ। আগামী নির্বাচনে আমি এবং আমার প্যানেল সকলের ভালোবাসা পাবে ইনশাল্লাহ।
তিনি বলেন অনেক সমস্যা আছে। এর মধ্যে ভ্যাট সমস্যাটা যেন ঠিকই করা যাচ্ছে না।সরকার ভ্যাট চায় এটা যেমন সত্য তেমনি আমরাও ভ্যাট দিতে চাই কিন্তু কিভাবে? এই কিভাবের উত্তর টা আমরা পাইনি।আমাদের সাথে আলোচনা করেই ভ্যাট বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এনবিআর কে। বিদেশে সকল দোকানে মেশিন থাকার ফলে সেখানে সমস্যা হয় না। আমাদের দোকান সমূহে সব জায়গায় মেশিন নেই। ছোট দোকানদার তো আর মেশিন রাখতে পারে না।
এনবিআর আমাদের কেন চোর হিসাবে জানবে? ওরা ভাবে আমরা শুধু ভ্যাট ফাঁকি দিচ্ছি। একটা দেশে এ ধরনের ফাজলামি হতে পারে না। সমমনা পরিষদ নির্বাচিত হলে অবশ্যই এ ব্যাপারে দৃঢ পদক্ষেপ নেবে।
নির্বাচিত হলে ভ্যাট বিষয়ে আমরা একটা গবেষণা সেল করব। এ ব্যাপারে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে অথবা এসআরও মাধ্যমে ভ্যাট নিতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করেই তো ভ্যাট দেবে।আমাদের মাদার সংগঠন এফবিসিসিআই কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছাত্র-জনতার শক্তিতে বলিয়ান অন্তবর্তী কালীন সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন দেখুন আমি পেছনের বেঞ্চের ছাত্র নই। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,অনার্স সহ মাস্টার্স পাশ করেছি । পিতার সততার ব্যাপারে কারে প্রশ্ন নেই। তিনি অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যেয়ে ব্যবসা শুরু করেন।আমি আমার পূর্বের সকল সভাপতি, মহাসচিবসহ সকল নতুন বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা বিগত দিনে অনেককে সভাপতি পদে নির্বাচিত করেছেন । তাদের কার্যক্রম লক্ষ্য করেছেন।
আমি এবং আমার সমমনা প্যানেল আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমার বিশ্বাস দায়িত্ব পেলে আপনাদের জন্য কাজ করতে পারবো ইনশাল্লাহ্।

এক নজরে
১/ নাম: সোলায়মান পারসী ফয়সাল
২/শিক্ষাগত যোগ্যতা :
মাস্টার্স (গণযোগাযোগ ও সাংবাদিকতা) ঢাবি
৩/ ব্যবসা :
ব্যবস্থাপনা পরিচালক ফয়সল পলিমার ইন্ডা:লিমি.
সত্বাধিকারী: ফয়সাল এন্ড ব্রাদার্স
(পাইপ,টিউবওয়েল প্রোডাক্ট)
সিইও: প্রগতি পাবলিশার্স
(খ্যাতিমান শিশু বই প্রকাশক)
৪/অন্যান্য প্রতিষ্ঠান
পরিচালক: বাংলাদেশ গ্রীন পিস মুভমেন্ট
সদস্য, ঢাকা মিডিয়া ক্লাব লি.
সদস্য, সেভ দ্য চিলড্রেন
সদস্য, বাথরুম ফিটিংস ম্যানূ: এসো।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০