বিজনেস ফাইল প্রতিবেদক
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশন (BPTMA)-এর নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট পদপ্রার্থী ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী ও তাঁর প্যানেলের প্রার্থীগণ।
গতকাল বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে BPTMA, BMPFIA, BBPAA এবং BPPS-এর নিজ নিজ এসোসিয়েশন সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- রাশেদ আকতার, মতিন খান, পারভেজ আলম চুননু, আওলাদ হোসেন জেবুল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি মোঃ মামুন প্রমুখ।
এছাড়াও এফবিসিসিআই জিবি সদস্য ও ব্যবসায়িক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :