ঢাকা   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চার মাস বেতন বন্ধ কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩২২ সিএইচসিপির বাজিতপুর জেলার দাবিতে আইআইবিএইচবি’র আলোচনা সভা ২০১৮ সালেই এমজেএফ সম্মাননা গ্রহণ করেন লায়ন খান আকতারুজ্জামান শেরপুরে ‘স্মরণকালের’ ভয়াবহ বন্যায় দুই শতাধিক গ্রাম প্লাবিত, মৃত্যু বেড়ে ৭ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন আজকের পর্ব (৭): ‌ক্ষণিকের জীবন লালমনিরহাটে কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও করে ভয় দেখিয়ে ফের ধর্ষণ, গ্রেফতার ৬ দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (রোববার, ০৬ অক্টোবর ২০২৪) বিজিএমইএ’র মতবিনিময় সভা আজ সন্ধ্যায় কোটায় নিয়োগ পেতে এলজিইডিতে পাঁয়তারা চলছে : মন্ত্রণালয়

বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নি এখন অনেক বড়

টাইমস অফ ইন্ডিয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২০
  • 173 শেয়ার
হরশালি
বজরঙ্গি ভাইজানের মুন্নি এখন কিশোরী হরশালি মালহোত্রা

সালমান খান- কারিনা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজান-এ ছোট্ট মুন্নির কথা মনে আছে নিশ্চয়। মনে থাকবেই না কেন, ওমন ছোট্ট মুন্নির অভিনয় আর মিষ্টি হাসি যে দর্শকমহলে নজর কেড়ে নিয়েছিল অনায়াসেই।

তবে সেই মুন্নি এখন ধীরে ধীরে বড় হচ্ছে। সম্প্রতি ইন্সটাগ্রামে দিওয়ালি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছে হরশালি মালহোত্রা। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

২০১৫ সালে বজরঙ্গি ভাইজানে পাকিস্তানের বাসিন্দা বোবা মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করেছিল হরশালি। তবে সেই মুন্নি এখন বেশ বড় হয়ে গিয়েছে। সিনেমায় যেমন দেখা গিয়েছিল, বর্তমানের ছবির সঙ্গে মেলালে তা একটু অবাক হতে হয় বৈকি। অনেকেই যেমন বলেছন, যে মেয়েটি মুন্নিতে অভিনয় করেছিল, সে এই মেয়ে নয়। বিশ্বাসই করতে চাননি যে ইন্সটাগ্রামে পোস্ট করা মিষ্টি মেয়েটি সত্যিই হরশালী কিনা।

ছবিতে লালা চুরিদারে সেই মিষ্টি হাসির ছোঁয়ায় দেখা গিয়েছে হরশালিকে। বাড়িতে রঙ্গোলির সামনে প্রদীপ জ্বালিয়ে ছবি তুলেছে সে। সকলকে হ্যাপি দিওয়ালি জানিয়ে পোস্ট করেছে ছবিগুলি।

শুধু দিওয়ালিই নয়, ভাইফোঁটা উপলক্ষ্যে তাঁর ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করেছে হরশালি। সেখানে একটি হালকা গোলাপী রঙের সালোয়ার কামিজ পড়েছেন। ভাইয়ের মঙ্গলকামনায় কপালে ফোঁটা দেওয়ার ছবি তুলে ভক্তদের জন্য শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ইয়ার মুন্নি তো বহুত বড়ি হোগেয়ি, লিটারালি পেহচানা নেহি!। অপর এক ভক্ত লিখেছেন মুন্নি বেটা তু তোহ বহুত বড়ি হোগেয়ি রে…

টাইমস অফ ইন্ডিয়ার এক সাক্ষাত্‍কার হরশালি, সিনেমায় সালমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলেছিল। সে জানিয়েছিল, সালমান আঙকেলের সঙ্গে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। সে আমার সঙ্গে খেলত, আমরা এটিভি রাইডেও চড়তাম। সেটের মধ্যে সে আমার সঙ্গে টেবিল টেনিসও খেলেছেন। আমাকে সেটে ও অভিনয় করার সময় সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করতেন। সেটে আমরা দুজনে খুব মস্তি করেছিলাম।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০