বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠিত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

বিজনেস ফাইল সংবাদদাতা :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৪ মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে গঠিত ১৭ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত হয়েছেন যথাক্রমে- মোহাম্মদ দেলোয়ার হোসেন ও এড. মো. জাহাঙ্গীর আলম ভূঁঞা।
কমিটির অন্যান্যরা হলেন (সদস্য) যথাক্রমে- মো. সাদেকুর রহমান
আরিফুর রহমান, মো. আমিনুর রশিদ, মো. মাসুদুর রহমান, মো. নাজির সরকার, মো. সোহাগ জমাদার, প্রকৌ. এস এম রিয়াজ উদ্দিন মুন্সী, মো. জসীম উদ্দিন, মো. রিপন মিয়া, ডা. মাহবুব ইসলাম, মো. শহীদুল্লাহ, ডা. ফারজানা রিমি, মিসেস লুৎফর রহমান, সালাউদ্দিন মুন্সী লাভলু ও রুমা আক্তার।
উল্লেখিত আহ্বায়ক কমিটি আগামী ২৫ আগস্ট ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ে জাতীয় অনুষ্ঠানসমূহের আয়োজন করতে হবে। নির্দিষ্ট সময়ের পূর্বেই একটি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।