
বিজনেস ফাইল ডেস্ক:
বঙ্গবন্ধু সাংষ্কৃতিক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
অধ্যাপিকা দিলরুবা শারমিনকে আহ্বায়ক এবং মো. আবু কাউছার মিলনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- ইঞ্জি. মো. মুদদাছছির মন্ডল, সুমন ঘোষ, ফেরদৌস আলম জীবন, এনাম আহমেদ যুব, আনোয়ারা পারভীন বীনা, শরিফুল ইসলাম এবং সদস্য যথাক্রমে- মাহমুদা হোসেন পলি, শেলি চন্দ, নূরজাহান মিতু, মো. মেহেদী হাসান, মো. মোনায়েম, মো. আব্দুল্লাহ আল মামুন, নাহিদ ইকবাল, মো. কবির হোসেন, দয়াল হোম, ইমরান হাসান পরাগ, লুৎফুর রহমান সোয়েব, মো. আবু রায়হান, মো. তোফায়েল আহম্মেদ, মো. রেজাউল ইসলাম বাবু, আনোয়ারুল হক উজ্জ্বল, মো. মেহেদী কাউসার ফরাজী, মো. আমির হোসেন, মো. মোর্শেদুল হক, অনন্যা মৌরিন সাফা।
উল্লেখিত আহ্বায়ক কমিটি আগামী ১০ মে ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ে জাতীয় অনুষ্ঠানসমূহের আয়োজন করতে হবে। নির্দিষ্ট সময়ের পূর্বেই একটি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি।