ঢাকা   ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
উপদেষ্টার সিদ্ধান্তহীনতায় গার্মেন্টস শিল্পে মারাত্মক ক্ষতি হচ্ছে: আলোচনা সভায় বক্তারা সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাথে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স-এর মতবিনিময় সভা ‘কাউন্টডাউন শুরু’ স্ট্যাটাস দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম তাপসী ওএসডি চার মাস বেতন বন্ধ কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩২২ সিএইচসিপির বাজিতপুর জেলার দাবিতে আইআইবিএইচবি’র আলোচনা সভা ২০১৮ সালেই এমজেএফ সম্মাননা গ্রহণ করেন লায়ন খান আকতারুজ্জামান শেরপুরে ‘স্মরণকালের’ ভয়াবহ বন্যায় দুই শতাধিক গ্রাম প্লাবিত, মৃত্যু বেড়ে ৭ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন আজকের পর্ব (৭): ‌ক্ষণিকের জীবন লালমনিরহাটে কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও করে ভয় দেখিয়ে ফের ধর্ষণ, গ্রেফতার ৬

বগুড়ায় ব্যাংক লুটের চেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মে ২৯, ২০২৪
  • 111 শেয়ার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আবারও ব্যাংক ফটকের তালা কেটে দুই আনসার সদস্য ও এক নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে ভোল্ট ভেঙে লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ওই সময় দুই আনসার সদস্যের মুঠোফোন ও টাকা ছিনতাই করা হয়। মঙ্গলবার (২৮ মে) রাত ৩টার দিকে সোনালি ব্যাংকের শিবগঞ্জ শাখায় ঘটনাটি ঘটে। পরে বিকেলে ঘটনার সময় দায়িত্বরত দুই আনসার সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সোমবার (২৭ মে) ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শেষে নয়ন হোসেন ও ফরহাদ হোসেন নামে দুই আনসার সদস্য ও আব্দুর রহমান নামে এক নিরাপত্তা কর্মীকে দায়িত্বে রেখে চলে যায় কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেদিন শুরু থেকে শিবগঞ্জে বিদুৎ ছিল না। মঙ্গলবার (২৮ মে) ভোরেও বিদুৎ না থাকার সুযোগে ঝড়বৃষ্টির মধ্যে ৪ থেকে ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ব্যাংকের নিচতলার কলাপসিবল ফটক কেটে ও দোতালার মেইন ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ও অস্ত্রের মুখে আনসার সদস্য ও নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ভল্ট থেকে টাকা লুটের চেষ্টা করে।

তবে এ সময় আনসার সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার আগে আনসার সদস্যদের কাছে থাকা দুইটি মুঠোফোন ও ম্যানিবাগে থাকা কিছু টাকা নিতে সক্ষম হয় তারা।

সোনালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুমাইয়া আক্তার জানান, রাতে ঝড়বৃষ্টি হওয়ায় দায়িত্বরত আনসার সদস্যরা গেট কাটার শব্দ শুনতে পারেনি। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ভল্ট লুটের চেষ্টা করে। তবে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

তবে ব্যাংকের ভল্টে কী পরিমাণ টাকা ছিল সে বিষয়ে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা।

ভুক্তভোগী আনসার সদস্য নয়ন হোসেন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে মুখোশপরা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ব্যাংকে প্রবেশ করে। তারা আমাদের গলায় অস্ত্র ঠেকিয়ে ভল্ট লুটের চেষ্টা করে, তবে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এর আগে জানুয়ারি মাসের ২৭ তারিখ বগুড়া সদের এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপ-শাখায় সিন্দুক কেটে প্রায় ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০