বিজনেস ফাইল ডেস্ক:
পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) এ বৈঠক হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৈঠকে গুরুত্ব পেয়েছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো।
বৈঠকে গুরুত্ব পেয়েছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো। বৈঠক শেষে টুইট বার্তায় গ্যান্টজ বলেন, ফিলিস্তিনের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল।
আব্বাস ফাতেহ সেন্ট্রাল কমিটির সদস্য ও ফিলিস্তিনের বেসামরিকবিষয়ক কর্তৃপক্ষের প্রধান হুসাইন আল শেইখ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলের সর্ম্পক উন্নয়নে সব ধরনের সম্ভাবনা রয়েছে।