
বিজনেস ফাইল প্রতিবেদক :
গতকাল শনিবার ঢাকা মিডিয়া ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ’র আয়োজনে অনুষ্টিত হয় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা সদ্যপ্রয়াত এটিএম শামসুজ্জামানের স্মরণসভা।
প্রেসিডয়াম সদস্য সারোয়ার ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুুষ্টিয়া-১’র সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরাম যুগ্মমহাসচিব প্রফেসর আবুল কালাম আজাদ পাটোয়ারী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদেক সিদ্দিকী, অভিনেতা ও প্রযোজক মো. নাদির খান, আলোচিত অভিনেতা ডি এ তায়েব, চলচ্চিত্র ও নাটক নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক গাজী মাহবুব এবং কথার যাদুকর খ্যাত আমিরুল ইসলাম খান ট্রফি।
উপস্হিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী মিসেস মাহমুদা সিদ্দিকা, তথ্য ও গবেষণা সম্পাদক আনন্দ কুমার সেন, দপ্তর সম্পাদক মো শামসুল আলম, স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল আলম জাবেদ ( ক্লাব প্রধান সমসমন্বয়কারী) প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক নাফিজ হোসেন দীপ, ক্রীড়া সম্পাদক কাজল দত্ত, উপ অর্থ সম্পাদক মো. নেহেদ আলী, উপ তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক মো. আক্কাস আলী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরশাদ উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র দাস, দক্ষিণ কেরানীগঞ্জ সভাপতি মো. চাঁন মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন, সদস্য ফাতেমা আক্তার নূর জাহান,খোকন হাসান,মইনুল ইসলাম রিপন, সাইম হোসেন,মো রফিকুল হোসেন, হারুন অর রশিদ, লালন মিয়া, ফয়েজ আহমেদ দীপু, আল আমিন সিরাজ প্রমুখ।
অনুষ্ঠান উপস্হাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অভি চৌধুরী।