
বিজনেস ফাইল ডেস্ক:
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে সাতটি উপশাখা উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
উপশাখাগুলো হলো ভাষানটেক (বনানী শাখার নিয়ন্ত্রণাধীন); মান্ডা (দিলকুশা কর্পোরেট শাখার নিয়ন্ত্রণাধীন); সবুজবাগ (দিলকুশা শাখার নিয়ন্ত্রণাধীন); মাদারটেক (দিলকুশা শাখার নিয়ন্ত্রণাধীন); ফুলবাড়িয়া (গরিব ই নেওয়াজ শাখার নিয়ন্ত্রণাধীন); ফায়দাবাদ (উত্তরা শাখার নিয়ন্ত্রণাধীন); কামরাঙ্গীরচর (ঢাকা নিউ মার্কেট শাখার নিয়ন্ত্রণাধীন)।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভাষানটেক উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি এবং ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলবাড়িয়া উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও এসএমই এবং কৃষি ঋণ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সবুজবাগ এবং মাদারটেক উপশাখাসমূহের উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও দিলকুশা শাখার প্রধান আব্দুল বাতিন চৌধুরী।
ফায়দাবাদ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের ইভিপি মোঃ হাসানুল হোসাইন। মান্ডা উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এসভিপি ও দিলকুশা কর্পোরেট শাখার প্রধান আব্দুল মান্নান খান।