ঢাকা   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে

নির্মল বার্তা
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২০
  • 73 শেয়ার
শিক্ষক

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে যাদের প্রশিক্ষণ আছে, তারা গ্রেড-১৪ এবং যাদের প্রশিক্ষণ নেই, তারা গ্রেড-১৫ অনুযায়ী বেতন পেতেন। নতুন আদেশের ফলে এখন থেকে প্রাথমিকের সব সহকারী শিক্ষক বেতন গ্রেড-১৩ অনুযায়ী বেতন পাবেন।

সোমবার (১২ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, কোমলমতি শিশুদের পাঠদানে নিয়োজিত শিক্ষকদের বেতন নিয়ে কিছু জটিলতা ছিল। এসব সমস্যা সমাধান করতে ২০১৯ সালের নিয়োগবিধি জারি হওয়ার আগের নিয়োগবিধি অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন, তাদের সবার বেতন শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড-১৩-তে উন্নীত করা হয়েছে।

অর্থ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত সম্মতিপত্রে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বিধিমালা ২০১৯ অনুযায়ী সহকারী শিক্ষকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কিন্তু এর আগে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের একাধিক বিধিমালাতে শিক্ষাগত যোগ্যতা আলাদা ছিল।

নতুন বিধিমালা অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। ফলে নিয়োগবিধি ২০১৯ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিয়ে নিয়োগপ্রাপ্ত ও এর আগের বিধিমালায় নিয়োগপ্রাপ্ত অভিজ্ঞ সহকারী শিক্ষকদের সবাই নির্বিশেষে এখন থেকে গ্রেড-১৩ অনুযায়ী বেতন পাবেন।

তবে যেসব অভিজ্ঞ সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯-এর আওতায় নিয়োগপ্রাপ্ত হননি এবং স্নাতক ডিগ্রি নেই, তারা গ্রেড-১৩ অনুযায়ী বেতন পাবেন না বলেও উল্লেখ করা হয়েছে সম্মতিপত্রে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০