প্রশংসার মূল্য

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

————–

কুৎসা-পরনিন্দা অতি আপন আজিকে-মানব চরিত্রে

দ্রুত গতিতে এগুলো ফিরে আসে-নিজ নিজ ঘরেতে

পরনিন্দায় আমরা প্রশান্তি পায়-নিজেদেরই চিনিনে

বিবেকবান হয়েও অন্যের দোষ-ত্রুটি ধরি সর্বক্ষণে

আমরা প্রশংসা করি নাক-কারো ভাল গুণ গরিমাতে

বিবেচিত ভাবনা মানব প্রেম-সমাজেতে কল্যান আনে।

অন্যদের কেন ঘৃণা তিরস্কার কর-মানুষ হও সর্বাগে

ধোকাবাজি মিথ্যাচার ছেড়ে-প্রশংসা করা শিখ সবে

অনিষ্ট করাটা সহজ-গড়তে পারটা কঠিন সর্বক্ষেত্রে

বাহিরে স্বচ্ছ পবিত্রতা দেখাও-আঁধার কেন পিছনে

কিজন্য খোদার সৃষ্টিকে-ক্ষতি করো অন্যায় বিচারে

আল্লাহ স্বয়ং বিস্মিত হন-মূর্খ মানবদের কু-আচরণে।

অহংকার গর্বতে টগবগে আমরা-প্রতিশোধ অন্তরেতে

দম্ভ-হিংসা বিস্ফারণে জগৎ বিলুপ্ত হবেই কালক্রমে

মানবিক বিবেচনায়-মার্জনা করা শিখতে হবে সকলে

গঠনমূলক প্রশংসা-মানব হৃদয়েতে পরিবর্তন আনে

ইহাই উত্তম ভাবনা-আপনাকে বিখ্যাত করো সকলে

সুহৃদয় মার্জিত ব্যবহার-অতিব মূল্যবান জীবনেতে।

হৃদয়ের মনোবল প্রবৃদ্ধিতে ঘি-পোলাও কার্যকর নহে

কাজের প্রশংসা পেলে-আত্মবল বহুত গুণেতে বাড়ে

আমাদের আকুতি-যথার্থ মর্যাদা কেন পায়না সকলে

প্রশংসার ভিত্তি মূলেতে-বিখ্যাত হওয়ার বাসনা থাকে-

অতিব স্বার্থক যারা হয়েছে-পরনিন্দা নাই জীবনেতে

প্রশংসা জানলে-সফলতা ধরা দেবেই আপনার হাতে।

অন্যদের কেন খারাপ বল-আপনার চরিত্র পানে চাও

দুশ্চরিত্রতে ভরা তুমি-টুপি মাথায় মসজিদে দৌড়াও

অশ্রুজলেতে ভাসিয়ে খোদার নিকটে স্বার্থ টুকু চাও

মুনাফিক তোমরা-খোদাকে ছলনাতে ফাঁকি কেন দাও

তোদের পাপের ধারা প্রবাহিত হবে-রক্ষা কারো নাই

অন্যকে নিন্দা ছলনা ছেড়ে-প্রসংশা করা শিখ সবাই।