
বিজনেস ফাইল প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল (২২ মে) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তরের বনানী থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির।
এসময় আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে মোঃ নাছির বলেন, শেখ হাসিনাকে হত্যা তো দূরের কথা একটা আঁচড়ও লাগতে দেব না। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।