বিজনেস ফাইল প্রতিবেদক
১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে ১৫ আগস্ট দেশকে অস্থিতিশীল করার যে হীন পায়তারা, প্রোপাগান্ডা চলছে তা কঠোর হস্তে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী ও ছাত্র জনতা কে উদাত্ত আহ্বান জানিয়েছেন ১২ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
নেতারা বলেন ছাত্র-জনতার গণ বিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে সচেতন ও সজাগ থাকতে হবে।
নেতৃবৃন্দ বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন গতানুগতিক সরকার নয় । ছাত্র জনতার রক্ত ঝরা বিপ্লবের মাধ্যমে সমগ্র জাতির অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানের ফসল এই সরকার। আমাদের উদাত্ত আহবান প্রতি বিপ্লবের শিকড় শুরুতেই উৎপাটন করতে হবে ।এই মুহূর্তে দেশ রক্ষায় ন্যূনতম নমনীয়তা দেখানো যাবে না। গণহত্যার বহু মদদদাতা ও গণহত্যায় সরাসরি অংশ নেওয়া অনেকেই বহাল তবিয়তে অবস্থান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে । এদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
নেতারা আরো বলেন স্বৈরাচার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য ও ভিডিও ক্লিপ প্রচার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করতে হবে।
নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দকে দেশ রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা র সহ সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।