বরিশাল প্রতিনিধি:
বরিশালের মুলাদীর রামারপুল গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে শরিফুল ইসলাম হাওলাদার ওরফে মোরসালিন (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোরসালিন একই গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চসহকারী (পেশকার) মো. আজিবর রহমান মামলার রায়ের বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পর দিন ২৭ এপ্রিল তার মা বাদী হয়ে মোরসালিনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম একই বছরের ১০ জুলাই মোরসালিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় দেন।