ঢাকা   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কিশোরগঞ্জে প্রাথমিকের অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই না পেয়ে হতাশায় ভালুকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (সোমবার, ২০ জানুয়ারি ২০২৫) রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল

প্রকৌশলী তামিমের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
  • 157 শেয়ার

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিমের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী খান আতাউর রহমান, তামিমের বাবা, তামিমের ভাই এবং আরও শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
তারা বলেন, অত্যন্ত গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ ব্যাচের মেধাবী ছাত্র এবং দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিমকে গত ১০ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে তাদের পারিবারিক বাসায় কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যা করে।
প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিম এর এ অপমৃত্যু কোনভাবেই কাম্য নয়। উক্ত হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিগত ১১/১০/২০২৪ খ্রি. তারিখ পরিবারের পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়, মামলা নং-৭/১০/২৪। প্রকাশ্য দিবালোকে তামিমের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় আমরা সবাই গভীরভাবে শোকাহত ও সংক্ষুব্ধ। বৈষম্যবিরোধী অন্তর্বর্তী সরকারের আমলে, বাংলাদেশে ন্যাক্কারজনক এ ঘটনা আমাদেরকে দারুণভাবে আহত করেছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের অতি দ্রুত সুস্থ তদন্তের মাধ্যমে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। আর যদি আসামীদের অতি দ্রুত গ্রেফতার ও শাস্তির পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তামিমের বাবা, তামিমের ভাই ও চুয়েটের সকল প্রকৌশলী মিলে কঠোর আন্দোলনে নামবে বলে দাবি জানায়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০