পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে নিখাদ অর্গানিক এগ্রোর সমঝোতা স্মারক সম্পাদিত

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

বিজনেস ফাইল ডেস্ক
রোববার (২১ মে) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নিরাপদ এবং বিষমুক্ত খাদ্যপণ্য উৎপাদনে ব্যাংকের সমিতির সদস্যদের ঋণ প্রদান এবং নিখাদ এগ্রো লিমিটেডের মাধ্যমে সদস্যদের উৎপাদনে প্রশিক্ষণ প্রদান ও উৎপাদিত খাদ্যপণ্য বাজারজাতকরণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোঃ আকরাম-আল-হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ জামিনুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান , মহাব্যবস্থাপক দ্বীপঙ্কর রায়, উপ মহাব্যবস্থাপক মোঃ আলা উদ্দিন (চলতি দায়িত্ব) সিনিয়র কনসাল্টেন্ট নজির আহমদ, অসিত রঞ্জন পাল, সিনিয়র অফিসার, মোঃ তানভীর হাসান মজুমদার (স্টাফ অফিসার টু মহাব্যবস্থাপক) এবং নিখাদ অর্গানিক এগ্রো লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কর্নেল ডাঃ মোঃ শহীদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হাছান আহমেদ মেহেদী, পরিচালক মোঃ মুবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পল্লী সঞ্চয় ব্যাংক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র সঞ্চয় দর্শনের বর্তমান রূপ পল্লী সঞ্চয় ব্যাংক ১,১৯,৮৩৯টি সমিতি এবং ৫৬,৭৭,০০০ দরিদ্র সদস্য নিয়ে ১লা জুলাই ২০২১ তারিখ থেকে এককভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটির ৫১% শেয়ারের মালিক সরকার এবং অবশিষ্ট ৪৯% শেয়ারের মালিক সমিতির সদস্যবৃন্দ। এই প্রথম দরিদ্র মানুষের মালিকানায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে। ব্যাংকের অন্যতম একটি লক্ষ্য হলো সমিতির দরিদ্র সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা। পরিবেশের উপর বিরুপ প্রভাব বিস্তার করে এমন কর্মকান্ডকে নিরুৎসাহিত করে আয়বর্ধক খামার গড়ে তোলার জন্য বিভিন্ন পরিবেশবান্ধব খাতে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ প্রদান করা, যার মধ্যে অন্যতম হলো মৎস্য চাষ, গবাদি পশু পালন, গরু- ছাগল মোটাতাজাকরণ, বনায়ন, নার্সারী, ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি। ২০১৪ সালের ৭নং আইন বলে প্রতিষ্ঠিত হয় পল্লী সঞ্চয় ব্যাংক। বর্তমানে ৬৪টি জেলা আঞ্চলিক কার্যালয় ও ৪৯০টি শাখায় শতভাগ অনলাইন সিস্টেমের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।

নিখাদ অর্গানিক এগ্রো লিমিটেড: “The Companies Act, 1994 (ACT XVIII OF 1994) ” এর আওতায় No. C-178077/2022 রেজিস্ট্রেশন নম্বর প্রত্যায়িত নিখাদ অর্গানিক এগ্রো লিমিটেড একটি ব্যাক্তি মালিকানাধীন অর্গানিক এগ্রো কোম্পানি যা অর্গানিক ভেজালমুক্ত খাদ্য পণ্য উৎপাদনকারী একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। কৃষক ও উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি নিরাপদ ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও মোড়কীকরণ করে সরাসরি ভোক্তার নিকট খাদ্য পণ্য পৌঁছানো, উৎপাদিত পণ্যের কাঙ্ক্ষিত মান বজায় রেখে ভোক্তার নিকট ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ইত্যাদি কাজ করে থাকে নিখাদ অর্গানিক এগ্রো লিমিটেড। এছাড়াও নিরাপদ ও বিষমুক্ত খাদ্য পণ্য উৎপাদনে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।
খাদ্য শস্য নিরাপদ পদ্ধতিতে চাষ করে উৎপাদন করলে ফসল যেমন বৃদ্ধি পায়, তেমনি মানুষের কিডনি হার্ট, লিভার, কেন্সার সহ মানব দেহের অসংখ্য রোগ থেকে রক্ষা পাওয়া যায় । মাটি ও মানুষের স্বাস্থ রক্ষা সহ জৈবিক নিরাপত্তাও নিশ্চিত করা যায়। মূলত সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম সারাদেশে পরিচালিত হচ্ছে।