ন্যাশনাল ইনিস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে: নবনিযুক্ত পরিচালক

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

জহুরুল আলম জাবেদ:
কোভিড মহামারীর এই সংকট সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশের জনসাধারণের করোনা পরীক্ষার জন্য যে সকল প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব দেন এর মধ্যে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল ইনিস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার। সরকারের দেয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের চেষ্টায় সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা কাজে লিপ্ত থেকে এ প্রতিষ্ঠানের সাবেক পরিচালক সদ্য প্রয়াত অধ্যাপক ডা. আবুল খায়ের মো. শামছুজ্জামান তোষার তার দায়িত্ব পালন করেছেন।


ইতোমধ্যে দেশে একদিনে সর্বোচ্চ করোনা টেস্ট করে রেকর্ড গড়েছে এই প্রতিষ্ঠানটি। সরকারের জরুরি কাজে নিয়োজিত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদের কোভিড নমুনা পরীক্ষা এবং জাতীয় সংসদের সকল সদস্যদের কোভিড পরীক্ষাও এখানে করা হয়। সরকার প্রধান তাদের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ প্রতিষ্ঠানটি যার হাত ধরে আজ এখানে দাঁড়িয়ে অথচ তিনি নেই। করোনা পরীক্ষা করতে করতে একসময় নিজেই করোনা পজেটিভ হয়ে পড়েন। কোভিড কেড়ে নেয় কর্মচাঞ্চল্য, হাস্যউজ্জল প্রতিষ্ঠানের প্রাণের মানুষটিকে। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড খানিকটা স্থবিরতা দেখা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। প্রতিষ্ঠানটি আজ অবদি ৭ লাখ ৮০ হাজারের বেশী কোভিড নমুনা পরীক্ষা করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এখনও মাথা উচু করে দাঁড়িয়ে আছে।


গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি বজায় রেখে এগিয়ে চলেছেন নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ এহছানুল হক কাজল। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। গত ১৯ মে ২০২১ তাকে প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্বভার দেয়া হয়। ফলে প্রতিষ্ঠানটি নতুন করে তার প্রাণচাঞ্চল্য ফিরে পায়।
নব নিযুক্ত পরিচালক বলেন, প্রাক্তন পরিচালক মহোদয়ের রেখে যাওয়া সকল কর্মকান্ড তার নিয়মেই করা হবে। এক্ষেত্রে সবধরনের সাহায্য সহযোগিতা আমি করবো।

স্বপ্নবাজ কিছু সাদামনের মানুষ সমাজ ও রাষ্ট্রের সেবায় সর্বদা উজ্জল দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকেন আজীবন।
নতুন পরিচালক ডা. মোহাম্মদ এহছানুল হক কাজলের অভিজ্ঞতা ও উদ্যোমী প্রচেষ্টা আর কর্মচাঞ্চলতায় প্রতিষ্ঠানটির অগ্রগতি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য কোভিড পরীক্ষার পাশাপাশি সাধারণ পরীক্ষা-নিরীক্ষা ন্যাশনাল ইনিস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার চালিয়ে যাচ্ছে।