ঢাকা   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি শাকের, সম্পাদক ফাত্তাহ্ মানবকল্যাণ ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক আমজাদ ফেনীর সীমান্ত এলাকা থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা তিব্বতে যমুনার উৎসমুখে নদী শাসনে বদলে যেতে পারে নদী মাতৃক বাংলাদেশের মানচিত্র নির্বাচনে বেশি সময় নিলে গণঅভ্যুত্থানের মূল চেতনা বেহাত হতে পারে: অধ্যাপক বকুল টিউলিপের অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পিকআপ, নিহত ৩

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আজিজ, আমি অবাক হয়েছি !

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মে ২২, ২০২৪
  • 244 শেয়ার

আজাহার আলী সরকার
মার্কিন নিষেধাজ্ঞায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান অবরসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘আমি অবাক হয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত, এটা লোকজন বুঝবে।’
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি এখানে দেখতে পাচ্ছি, অল দ্য প্রাইম মিনিস্টারস মেন অনুষ্ঠানে যে অভিযোগ দুটি আনা হয়েছিল, সেটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যদিও এখানে অত কিছু বিস্তারিত বলা হয়নি কিন্তু, একই জিনিস।

আজিজ বলেন, ‘প্রথম অভিযোগ হলো, আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, তার অপরাধ কর্মকাণ্ড থেকে সে যাতে এড়িয়ে চলতে পারে সে জন্য আমি আমার পদ-পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে দুর্নীতি করেছি।
দ্বিতীয় হলো, আমি সেনাপ্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছি; আমি আরেকটি দুর্নীতি করেছি।’
তিনি বলেন, ‘প্রথম অভিযোগের বিষয়ে বলবো, আমার সেই ভাই, যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি, আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকে বিদেশে এবং নিশ্চয়ই সে বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গেছে। সেখানে দেশ থেকে চলে যাওয়ার বা দেশের প্রচলিত আইন ফাঁকি দেয়ার ক্ষেত্রে আমি আমার পথ-পদবি ব্যবহার করেছি এই অভিযোগ আমি মেনে নিচ্ছি না। মেনে নিতে পারি না, এটা সঠিক না।
দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে বলবো, ‘আমি চার বছর বিজিবি প্রধান এবং তিন বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকোয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি আমার কোনো আত্মীয়-স্বজন, ভাইকে কোনো কন্ট্রাক্ট দেইনি।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০