ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমা সরাতে লাগবে এক দশক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহে উদ্যোগ ও নির্দেশনা কামনা করে প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইয়ের চিঠি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪
  • 223 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

২১ জানুয়ারি দেওয়া চিঠিতে এফবিসিসিআই’র পক্ষ থেকে বলা হয়েছে-‘আপনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেড় দশকে বাংলাদেশ একটি গতিশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসাবে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করেছে। জাতীয় আয়ের মানদণ্ডে বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ। আপনার গতিশীল নেতৃত্বে দেশের কৃষি, শিল্প ও সেবা খাতের বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন পণ্য ও সেবা উৎপাদন ও সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৃহৎ অভ্যন্তরীণ ভোক্তা বাজার সৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, হবিগঞ্জ, সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আমদানি বিকল্প বিভিন্ন ধরনের শিল্প স্থাপিত হয়েছে। এসব শিল্পের উৎপাদন ব্যবস্থা টেকসই করার ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু বর্তমানে তীব্র গ্যাস সংকটে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। এর দরুন বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হচ্ছে এবং রপ্তানির ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়-২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন, ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পৌঁছতে দেশের শিল্প উৎপাদন এবং পণ্য সরবরাহ টেকসই করার উদ্দেশ্যে জ্বালানি সংকট নিরসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের অর্থনীতির আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশীয় চাহিদা এবং রপ্তানি বহুমুখীকরণের উদ্দেশ্যে টেক্সটাইল ও স্পিনিং মিল, তৈরি পোশাক শিল্প, স্টিল মিল, সিরামিক, কৃষিভিত্তিক শিল্প, প্লাস্টিক শিল্প, চামড়া শিল্পসহ বিভিন্ন ধরনের উৎপাদনমুখী শিল্পের ক্রমেই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তবে গ্যাস সংকটে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হলে প্রতিটি শিল্প খাত ঝুঁকির মধ্যে পড়বে এবং ব্যাংকের ঋণ পরিশোধসহ নানাবিধ সংকটে পড়বে।

এছাড়া স্থানীয় শিল্পে উৎপাদিত পণ্য প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে। তাই দেশি-বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, রাজস্ব আহরণ, পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার স্বার্থে শিল্পের উৎপাদন ব্যবস্থা পূর্ণ সক্ষমতায় ধরে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আপনার ব্যক্তিগত উদ্যোগ ও সদয় নির্দেশনা কামনা করছি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০