ঢাকা   ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি শাকের, সম্পাদক ফাত্তাহ্ মানবকল্যাণ ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক আমজাদ ফেনীর সীমান্ত এলাকা থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা তিব্বতে যমুনার উৎসমুখে নদী শাসনে বদলে যেতে পারে নদী মাতৃক বাংলাদেশের মানচিত্র নির্বাচনে বেশি সময় নিলে গণঅভ্যুত্থানের মূল চেতনা বেহাত হতে পারে: অধ্যাপক বকুল টিউলিপের অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পিকআপ, নিহত ৩

নিকলী থানার নতুন ওসি মোশাররফ হোসেন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
  • 336 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মোশাররফ হোসেন।
গত বৃহস্পতিবার তিনি নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন।
এর আগে ২০০৩ সনে ঢাকা এসবিতে এসআই হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর থেকে তিনি জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার মির্জাপুর, টাঙ্গাইন সদর, গোপালগঞ্জ সদর, কোটালিপাড়ায় তদন্ত ওসি হিসাবে কর্মরত ছিলেন। সর্বশেষ কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নতুন ওসি নিকলী উপজেলার এলাকার পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন প্রসঙ্গত, নিকলী থানার ওসি মো. মোশারফ হোসেন বগুড়া জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০